হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ৯ জানুয়ারি ২০২০ তারিখে সিএনএনে প্রকাশিত ব্র্যাড লেন্ডনের লেখায় বেশ কিছু বাস্তবতা যেমন : ইরানী মিসাইলসমূহ যে নিখুঁত ও সুক্ষ্ম আঘাত হানতে সক্ষম এবং সেগুলো যে সুক্ষ্ম ও নিখুঁত গাইডিং সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রিত তা উল্লেখ করা হয় নি প্রথম আলোর এ প্রবন্ধে ।
আর গত বছর ( ২০২১ সাল ) এপ্রিলে মধ্যপ্রাচ্যে মার্কিন র্সেন্টকম প্রধান জেনারেল ফ্রাঙ্ক্ ম্যাক্কেনযী বলেছেন : ইরানের ক্ষুদ্র ও মাঝারি ড্রোনের কারণে কোরিয়া যুদ্ধের পর এই প্রথম বারের মত মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশ শক্তির প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব ছাড়াই মার্কিন সেনাবাহিনীকে অত্র অঞ্চলে কাজ করতে হচ্ছে এবং যতদিন পর্যন্ত ইরানী এ সব ড্রোন শনাক্ত করণ , ঠেকানো ও ভূপাতিত করার একটা নেটওয়ার্কড ক্যাপাসিটি ও দক্ষতা গড়ে তোলা না হবে ততদিন পর্যন্ত সুবিধা আক্রমণকারীদের ইরানী) হাতেই থাকছে ।
ম্যাক্কেনযীর বক্তব্যে ক্ষুদ্র ও মাঝারি ইরানী ড্রোন মার্কিন সেনাবাহিনীর জন্য নিত্য নৈমিত্তিক হুমকি হয়ে দেখা দিয়েছে ! সুতরাং এ সব বক্তব্য ও রিপোর্ট থেকে স্পষ্ট হয়ে যায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সুক্ষ্ম ও সফল আঘাত হানার ক্ষমতা ও দক্ষতা যা প্রথম আলোর এ প্রবন্ধে উল্লেখিত হয় নি । তারপরও এ প্রবন্ধটিতে ভালো এবং ইরানের সামরিক শক্তি ও দক্ষতার খানিকটা চিত্র তুলে ধরা হয়েছে ।
মুহাম্মদ মুনীর হুসাইন খান
আপনার কমেন্ট